দেওয়ানগঞ্জে বিচিত্র আবহাওয়া শীতের অনুভূতি

ঘন কুয়াশার চাদরে মোড়ানো দেওয়ানগঞ্জ। ছবিটি ২৬ সেপ্টেম্বর সকালে স্টেশন এলাকা থেকে তোলা।
Jamalpurlive

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের দেওয়ানগঞ্জে বয়ছে বিচিত্র আবহাওয়া, দিনে প্রচণ্ড গরম ও তীব্র রৌদ-বৃষ্টি। রাতে শীতের অনুভূতি। ভোরে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকে।

শরৎ কালের মধ্য আর্শ্বিনে এ বিচিত্র আবহাওয়ায় বয়স্ক ও শিশুদের মধ্যে দেখা দিয়াছে জ্বর ঠাণ্ডা জনিত রোগ। ঘন কুয়াশার কারণে ট্রেন ও যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।

বেলতলী রেলগেইটে ৭০ বছরের বৃদ্ধ আসলাম মিয়া বলেন, দিনে বৃষ্টি আর রোদের কারণে কাজ কর্ম করতে পারি না। ভোরে কুয়াশা মাথায় নিয়ে ক্ষেতের কাজ করে ঠাণ্ড ও জ্বরে ভুগতেছি।

দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিপুল মিয়া বলেন, সিজন পরিবর্তন হওয়ায় রোদ-বৃষ্টি ও কুয়াশার কারণে শিশু বয়স্কসহ বিভিন্ন বয়সের মানুষের মধ্যে ঠাণ্ডা-জ্বর বেড়েছে।

এস আর /জামালপুর লাইভ

Jamalpurlive