ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দেয়া হয়েছে। সোমবার (২৬ আগস্ট) গেটগুলো খুলে দেয়া হয়। এতে বাংলাদেশে একদিনে ১১ লাখ কিউসেক পানি বাংলাদেশে প্রবেশ করবে।
বাঁধ খুলে দেওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদসহ বাংলাদেশেও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে সংবাদটি ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
জামালপুর জেলায় এই মূহুর্তে বন্যা হওয়ার কোন আশঙ্কা নেই। এ তথ্য নিশ্চিত করেছে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম।
এস আর / জামালপুর লাইভ