কদিন আগেই সামাজিক মাধ্যমে ধর্ষণের হুমকি পান কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেটার স্ক্রিনশট সামনে আনার পাশাপাশি এবার কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ করলেন তিনি। সংবাদ প্রতিদিনের বরাত দিয়ে জানা যায়, মিমির অভিযোগের পর তদন্তে নেমেছে পুলিশ।
অভিনেত্রী এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘সাইবার ক্রাইম বিভাগের সাহায্যে ধর্ষণের হুমকির বিষয়ে এফআইআর দায়ের করা হয়েছে। যে সমস্ত অ্যাকাউন্টথেকে হুমকি দেওয়া হয়েছিল, সেগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে চিরতরের জন্য।
পুলিশ চেষ্টা করছে প্রধান দুই অভিযুক্তকে খুঁজে বের করতে। কারণ তারা আপাতত ধর্ষণের হুমকি দেওয়া সব কমেন্ট মুছে ফেলেছেন এবং পালিয়ে আছেন।’
এস আর /জামালপুর লাইভ