ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, নির্বাচনে অযোগ্য ঘোষণা ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন, ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দেওয়ানগঞ্জ পৌর বাজারের গো হাটি সংলগ্ন উন্মুক্ত মঞ্চে এ গণসমাবেশের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখা সভাপতি ক্বারী আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সেক্রেটারি সুলতান মাহমুদ সিরাজী।
প্রধান অতিথি সুলতান মাহমুদ সিরাজী বলেন, ছাত্র-জনতার বিপ্লবে ইসলামী আন্দোলন বাংলাদেশের অগ্রণী ভূমিকা ছিল, আমাদের দল সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে সবার আগে প্রতিবাদ জানিয়েছে। স্বৈরাচার হাসিনা সরকারকে উৎখাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা ছিল অপরিসীম। আগামী নির্বাচনে তিনি ইসলামী দলগুলোর ঐক্য প্রতিষ্ঠা করে সংগঠিত হবার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন জানানোর আহ্বান জানান।
দলটির দেওয়ানগঞ্জ উপজেলার শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরী দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কে এম শরিয়তুল্লাহ।
এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আবুল হাসেম, মাওলানা শফিকুল ইসলাম, হাফেজ ইলিয়াস উদ্দিন আজাদ, মাওলানা মাহবুব শাহ জিহাদী, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসেন, হাফেজ জাকির হোসাইন, হাফেজ নূরে আলম। এছাড়াও আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বক্তব্য রাখেন মুফতি মোহাম্মদ আকরামুজ্জামান, মুফতি শোয়ায়েব হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।
এস আর /জামালপুর লাইভ