নেতানিয়াহু যথেষ্ট করছেন না: বাইডেন

Jamalpurlive

গাজা উপত্যকায় হামাসের কাছে জিম্মি উদ্ধারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যথেষ্ট ভূমিকা রাখছেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল সোমবার তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির নিয়ে চূড়ান্ত প্রস্তাব প্রস্তুত করছে। কিন্তু তার মনে হয় এই চুক্তি বাস্তবায়নে নেতানিয়াহুর ভূমিকা যথেষ্ট নয়।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

হোয়াইট হাউসের বাইডেনের সাংবাদিকরা হামাসের হাতে জিম্মি মার্কিন নাগরিক গোল্ডবার্গের মৃত্যু নিয়ে প্রশ্ন করেন। তাকে জিজ্ঞাসা করা হয় নেতানিয়াহু কি জিম্মি মুক্তিতে যথেষ্ট কাজ করছেন। জবাবে বাইডেন বলেন, না তিনি করছেন না। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

বাইডেন জানান, জিম্মি বিনিময় চুক্তির দুই পক্ষকে প্রস্তাবের চূড়ান্ত পর্যায়ে আছেন তারা। এটি ফলপ্রসূ হবে কি না এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, তিনি আশাবাদী।

এস আর /জামালপুর লাইভ

Jamalpurlive

Leave a Reply