সানন্দবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা দেয়া হয়েছে

Jamalpurlive

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টম্বর) দুপুরে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি অথেনটিক সেন্ট্রাল স্কুল মাঠে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশন( বিকেডিএ) দেওয়ানগঞ্জ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয় এর সাবেক সিনিয়র শিক্ষক আলহাজ্ব সামছুল হক মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার , যুগ্ম সম্পাদক শহিদুর রহমান, বিএনপির ৫নং ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব বক্ত জামান, সানন্দবাড়ী অথেনটিক সেন্ট্রাল স্কুলের পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সবুরসহ আরও অনেকেই।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত ৪৪ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় বিদ্যালয় প্রধান শিক্ষক মোস্তাইন বিল্লাহ জামালপুর লাইভ ডটকম-কে জানান, বিদ্যালয়ের নার্সারি থেকে পঞ্চম শ্রেণির প্রায় ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলো বৃত্তি পরীক্ষায়। এর মধ্যে ১২ জন টেলেন্টপুল,৩২ জনকে সাধারণ গ্রেডে মোট ৪৪ জনকে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।

এস আর /বোরহান /জামালপুর লাইভ

Jamalpurlive

Leave a Reply