গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবিতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা তাঁতীদল।
উপজেলা তাঁতীদলের আয়োজনে শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা তাঁতীদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোখলেছুর রহমান।
এসময় উপজেলা, শহর,ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা নিজের ক্ষমতা আঁকড়ে রাখতে বাংলাদেশের মানুষকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে। বাংলাদেশে যত মানুষকে হত্যা করা হয়েছে, এসব হত্যাকাণ্ডের দায়ে স্বৈরশাসক শেখ হাসিনা ও তার দোসরদের দেশে এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে।
এস আর /জামালপুর লাইভ