জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি বর্ষণকারী আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২ নভেম্বর) দুপুরে শহরের বকুলতলা চত্বর থেকে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদল এই বিক্ষোভ মিছিল বের করে।
সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান রাকিবের নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন স্বপন, মেহেদী হাসান নাইস, আশিক, নিশাত, হামিম, রায়হানসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেয়।
গত ৪ আগষ্ট জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা ও গুলিবর্ষণ করে বেশ কয়েকজনকে আহত করে।
বিক্ষোভ মিছিল থেকে ওই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবী জানানো হয়।
এস আর /জামালপুর লাইভ