জুলাই বিপ্লবের ঘোষণার পক্ষে মেলান্দহে লিফলেট বিতরণ

Jamalpurlive

জামালপুরের মেলান্দহ উপজেলায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনসমর্থন বাড়াতে লিফলেট বিতরণ এবং জনসংযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সোমবার(১৩ জানুয়ারি) দুপুরে মেলান্দহ বাজারে তারা এই কর্মসূচি পালন করেন।

এ সময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন দোকান, ইজিবাইক ও রাস্তায় থাকা সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন তারা। পরে জনসসংযোগের একটি মিছিল মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন জামালপুরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

লিফলেট বিতরণ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য লুৎফর রহমান বলেন, জুলাই প্রক্লেমেশনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি করি। সেটি থেকে ঘোষণা দেই যে, দুই হাজারেরও অধিক শহীদের বিনিময়ে গত ৫ আগস্টের পরে যে সরকার গঠিত হল, তাতে দেশের নতুন একটি বাস্তবতা তৈরি হল। এই শহীদদের একটি স্বীকৃতি দরকার।

গণসংযোগ ও লিফলেট বিতরণে জামালপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস, জাতীয় নাগরিক কমিটির সদস্য হিফজুর রহমান বকুল, জেলার যুগ্মআহবায়ক আফরিন জান্নাত আখি ও রাশেদুল ইসলামসংগঠক মাশরাফি, জাতীয় নাগরিক কমিটির গাজী জায়েদ ইকবাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফাহিম হাসান লাদেনসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।

এস আর /জামালপুর লাইভ

Jamalpurlive

Leave a Reply