বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নেদারল্যান্ডসের মুখোমুখি পাকিস্তান। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ শুক্রবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হচ্ছে এই ম্যাচ। যেখানে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নেদারল্যান্ডস।
ডাচদের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ জয়ের ধারায় ফিরতে চায় পাকিস্তান। এশিয়া কাপে শ্রীলংকা ও ভারতের বিপক্ষে পরপর হেরে এসেছে। প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশাল রান তুলেও স্রেফ উড়ে যেতে হয়েছে।
অন্যদিকে, ২০১১ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলতে যাচ্ছে নেদারল্যান্ডস। তবে ছেড়ে কথা বলবে না তারা। সেই মানসিকতা তারা দেখিয়েছে বিশ্বকাপের বাছাইপর্বে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের করা ৩৭৫ রান ছুঁয়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়েই এসেছে বিশ্বকাপে।
মুখোমুখি পরিসংখ্যানে অবশ্য পাকিস্তানের সঙ্গে তুলনা দেওয়া যায় না নেদারল্যান্ডসকে। মুখোমুখি সর্বশেষ ৬ দেখায় সবকটিতেই জয় পাকিস্তানের। বিশ্বকাপে দুই ম্যাচে মুখোমুখি হয়েছে দল দুইটি। সেখানেও জয় পাকিস্তানের।
দুই দলের একাদশ
পাকিস্তান: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, শাহিন আফ্রিদি ও হারিস রউফ।
নেদারল্যান্ডস: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাস ডি লিড, তেজা নিদামানুরু, সাকিব জুলফিকার, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকেরেন।